সংঘাত থামাতে আলোচনায় বসুনঃ ক্লিন্টন
ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশে রাজনৈতিক হানাহানি বন্ধ করে আলোচনার টেবিলে বসার জন্য সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মিসেস ক্লিন্টন একথা বলেন।
দুদিনের এক সফরে শনিবার বিকেলে হিলারি ক্লিন্টন ঢাকা পৌঁছান। দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেন।
সংবাদ সম্মেলনে হিলারি ক্লিন্টন বলেন, “বাংলাদেশের কল্যাণের জন্য আমরা সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা সবাই যেহেতু একই নৌকার যাত্রী, তাই আমাদের সবাইকে একই দিকেই দাঁড় বাইতে হবে।“
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যেসব নিখোঁজ হয়ে যাওয়ার যেসব ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান তিনি।
মিসেস ক্লিনটন আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে যেমন সহনশীল আচরন করতে হবে তেমনি নাগরিক সমাজের ভুমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বপুর্ণ।
ঢাকা সফরের সময় বংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কুটনৈতিক এবং নিরাপত্তার নানা বিষয় নিয়ে একটি যৌথ অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
হিলারি ক্লিনটন শনিবার পরের দিকে বিরোধী নেত্রী খালেদি জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন বলেও কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে মিসেস ক্লিন্টনের এটিই প্রথম সফর।
এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডি হিসেবে তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে গিয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন